ব্রহ্মরাজপুর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী সরকারি প্রাইমারি স্কুলের মাঠে মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৪ উপলক্ষে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে ফিংড়ী ইউনিয়নের ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় ও ইভেন্টে অংশ নেয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষক- শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণে দিনভর চলা বিভিন্ন অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে। সকাল ৯টায় স্বাগতিক গোবরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান উদ্বোধন করেন ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান। এর পর শিক্ষার্থীদের মধ্যে দিনভর গান, ছড়া, কবিতা, আবৃত্তি, গল্প, একক অভিনয়, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও দৌড়-প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলা ও ইভেন্ট চলে এবং সকল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
গোবরদাড়ী সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেহেনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পল্লী চেতনার নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান, স্যামুয়েল ফেরদৌস পলাশ ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি.এম আমিনুল হক, দৈনিক সাতক্ষীরার সকালের সাংবাদিক শামীম রেজা।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-গাভা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, ফয়জুল্যাপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক-শামছুন্নাহার লিপি,সুলতান পুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক কামরুন্নাহার, ব্যাংদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিনসহ সকল স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কুলতিয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এ টি আর এম হুমায়ুন কবির রানা।