এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলা ভালুকা চাঁদপুর বাজারে ১৩ ফেব্রæয়ারি মঙ্গলবার গভীর রাতে আবারো চুরি সংঘটিত হয়েছে। ভালুকা চাঁদপুর বাজারে ফিরোজ হোসেন চৌধুরীর স’মিল কাম রাইচমিল থেকে গভীর রাতে কে বা কারা দোকানের পিছন দিয়ে ভিতরে প্রবেশ করে। রাইচ মিলের মিটার থেকে মটরে সংযোগ করা তিন ফেসের দামি তার কেটে নিয়ে গেছে এবং স’মিলের কাজে ব্যবহৃত একটি গ্রিন্ডার মেশিন একটি উ্ডফিনিশার মেশিন যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
এছাড়াও ড্রয়ারে রাখা দুই হাজারের মতো নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। চোরচক্রের সুনিপুণ কসলোতে এলাকার সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। বাজারে স¤প্রতি নৈশপ্রহরী নিয়োগ করা হলেও তারা এবিষয়ে কোন তথ্য দিতে পারেননি। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা এবং চোরচক্রের হাত থেকে রক্ষা পেতে পুলিশের নিয়মিত টহল জোরদার করার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।