সকাল ডেস্ক : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন, অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ উপজেলা-০১ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার এর স্বাক্ষরিত (স্মারক নং-৪৬,০০,০০০০,০৪৬,২৬.১৮০) মাধ্যমে ১৫ ফেব্রæয়ারি বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে একটি বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় উল্লেখ করা হয়েছে-সাতক্ষীরা জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল অনুমোদন করা হলো এবং প্রস্তাবিত চেয়ারম্যান প্যানেল-১ কোহিনুর ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান-কে আর্থিক ক্ষমতাসহ চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।