ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে দ্রæতগতির পিকআপের ধাক্কায় লুৎফর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৫ ফেব্রæয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান উত্তর রঘুনাথপুর গ্রামের রফিকুল ইসলাম সরদারের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লুৎফর রহমান বাইসাইকেলে বাড়ি ফেরার পথে উত্তর রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা মুরগী বহনকারী একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন।
লুৎফর রহমানকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে রাত ১২ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ঘাতক পিকআপটি (ঢাকা মেট্রো ন২১-০৬৩৩) আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপটি থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।