শহর প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার বাঁকাল ১ নং ইসলামপুর আমিনিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। ১৬ই ফেব্রæয়ারি শুক্রবার বাদ মাগরিব পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাঁকাল ১ নং ইসলামপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভ‚মি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল মোতালেব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা শেখ মারুফ আহম্মেদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছাদেক, মসজিদ কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মাস্টার আনসার উদ্দিন, সাধারণ সম্পাদক মো. গোলাম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ক্যাশিয়ার আব্দুল জলিল, সহকারী ক্যাশিয়ার ফজলুল করিম। এসময় মসজিদ কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৮ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল।বর্তমানে মসজিদটির অবস্থা জরাজীর্ণ অবস্থায় আছে। সে কারণে পূনঃনির্মাণের ভিত্তি প্রস্তরস্থাপনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা বিলাল হোসেন।