জি এম ফিরোজ উদ্দিন, মণিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের, মনোহরপুর পূর্বপাড়া মসজিদুল আকসা জামে মসজিদ এর নব নির্মিত মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের মধ্যে দদিয়ে শুভ উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, আলহাজ্ব মো আসমত আলী গাজি, হযরত মাওলানা বেনজির আহম্মেদ, সাবেক চেয়ারম্যান মাষ্টার মো মশিয়ূর রহমান, মনোহরপুর ইউনিয়ান পরিষদের ইউ পি সদস্য মো মোস্তফা গাজি,মো আব্দুস সাত্তার সরদার, দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জি এম ফিরোজ উদ্দিন, মাওলানা শিক্ষক মো আল মামুন, মাসনা মাদ্রাসার শিক্ষক মো মজিবুর রহমান, মো হাফিজুর রহমান,শিক্ষক মো মামুন, আ হালিম, মো সাইফুল ইসলাম, মো হালিম দফাদার, মনোহরপুর পূর্বপাড়া মসজিদুল আকসা জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মো ওমর ফারুক,সাধারণ সম্পাদক মো আজাহারুল ইসলাম, মো সিরাজুল ইসলাম, ও এলাকাবাসী সহ লোকজনের উপস্হিত তে জুম্মার নামাজের মাধ্যম দিয়ে শুরু হলো নতুন মসজিদের যাত্রা।উক্ত অনুষ্ঠান টি সকল বিযয়ে পরিচালনা করেন, কুমারঘাটার ওলামা নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মুফতি মো: রাসেল হোসেন।