শহর প্রতিনিধি : সাতক্ষীরা মুনজিতপুর ইসলামিক একাডেমী রেফায়ী জামে মসজিদে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচন সম্পর্ণ হয়েছে। সভাপতি তাসিন মুহাম্মদ মশফিকুর রহমান এবং সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মসজিদ কমিটি কোনো পদ নয়, বরং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ মাত্র। মসজিদ কমিটি মসজিদ পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
মসজিদের যথাযথ ব্যবহার, মসজিদের উদ্দেশ্য বাস্তবায়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও উন্নতি নির্ভর করে মসজিদ কমিটির যোগ্যতা ও সদিচ্ছার উপর। ১৭ ফেব্রæয়ারী শনিবার মসজিদের দুইজন সভাপতি পদে তাসিন মুহাম্মদ মশফিকুর রহমান পান ৯৩ ভোট, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম পান ৬০ ভোট। দুইজন সাধারন সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম পান ৯৫ ভোট, মোঃ মুরশিদ আলম পান ৫৮ ভোট। পরিচালনায় ছিলেন এ্যাডঃ আমিনুর রহমান চঞ্চল।