শেখ মোশফেক আহমেদ : বাঁকাল ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ এর আন্তরিকতায় ও সহযোগীতায় বাঁকাল ইসলামপুর (১,২ ও ৩ নং) উত্তর পাড়ায় মুজাহিদেও বাড়ি, মাঝের পাড়ায় মাহফুজের বাড়ি, দক্ষিণপাড়ায় রহমতের বাড়ি ও এনজিওর সহযোগিতায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করার জন্য রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপন করাই এলাকার মানুষ অনেক উপকৃত হচ্ছে।
বাঁকাল ইসলামপুর উত্তর ও মাঝেরপাড়া ১ ও ২ নম্বর এলাকায় এন জি ও সহযোগিতায় হাই এর বাড়ির পাশে ও লাভলুর বাড়ির পাশে কমিউনিটি ওয়াস বøক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। উক্ত ওয়াস বøক এলাকায় ১৬ টি পরিবারের লোক ব্যবহার করতে পারবে। এসময় গ্রামের গন্যমান্য ব্যক্তিরা উপস্তিত ছিলেন ও কাউন্সিলরের জন্য দোয়া করেন।