নিজস্ব প্রতিনিধি : আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় সদর উপজেলার বল্লী ইউনিয়নের৫নং ওয়ার্ডেও ভাটপাড়ায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইইপ সদস্য আব্দুল মাজেদের সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী িেলগর সহ সভাপতি আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, যুবলীগ নেতা মিঠু, সুকান্ত, রায়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বল্লী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মোতালেব হোসেন, জাহাঙ্গীর আলম, মাওঃ নজরুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেন বলেন আসন্ন সদা উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মতামতের ভিত্তিতে ও প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই। আপনাদের মূল্যবান দোয়া ও সমর্থন থাকলে আমি নির্বাচিত হবো। আর আমি চেয়ারম্যান হিসেবে জয়লাভ করলে আপনাদের এলাকায় উন্নয়ন করববো। তাই একটি বারের জন্য হলেও আপনারা আমার পাশে থাকবেন এই কামনা করি। পওে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেন বল্লী ইউনিয়নের ৬নং ওয়ার্ডেও নারায়ণপুর এবং ১নং ওয়ার্ডে ও আমতলা মোকলেছের মোড়ে দলীয় তেনা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।