শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় অডিটিয়ামে স্বেচ্ছায় রক্তদান সংস্থার উপদেষ্টা ও বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে, রোকনুজ্জামানের সঞ্চালনায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, বাংলাদেশ আওয়ামীলীগ মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী গাজী, ইউপি সদস্য জিয়াউর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, প্রধান শিক্ষক শাহরুখ, অনির্বাণ ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক (মিলু), সাধারণ সম্পাদক মোতালেব, মুন্সিগঞ্জ নৌপুলিশ পুলিশ ফাঁড়ি কনস্টেবল জয়নুল আবেদীন , সমাজ সেবক রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত ৩৬ টি স্বেচ্ছায় রক্তদান সংস্থাকে ক্যারেস দিয়ে সম্বর্ধনা জানানো হয়। একইসঙ্গে প্রতিষ্ঠাতা পরিচালক কে এম হাবিবুর রহমান স্বাক্ষরিত আবু রায়হানকে সভাপতি ও শফিকুল ইসলাম সাগর কে সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২১ জন বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সহ সকল সদস্যকে সাধুবাদ জানিয়েছেন, এবং সেচ্ছায় রক্তদানের পাশাপাশি আগামীতে উপক‚লীয় অঞ্চলের দুর্যোগ সহ বিভিন্ন প্রতিক‚লতায় গরিব দূখী অসহায় মানুষের পাশে থেকে কাজ করার আহŸান জানান এবং তারা আর্থিকভাবে সহায়তা করার আশ্বাসও দেন।