নিজস্ব প্রতিনিধি : ফালগুনের হিমেল বাতাসে ব্যাবসায়ীদের উৎসাহ উদ্দীপনায় উৎসবের আমেজে ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-০১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপ্নকে ও বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-০৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(১৮ ফেব্রæয়ারি) রবিবার বিকাল ৪ টায় ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন সভাকক্ষ ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন ভোমরা স্থলবন্দরের আয়োজনে ভোমরা স্থলবন্দর কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন (ভারপ্রাপ্ত), সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য ও সদস্য, ভ‚মি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।
এ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা ও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ শাহিনুর ইসলাম (শাহিন), জেলা যুবলীগের আহŸায়ক মোঃ মিজানুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আমির হামজা, সাংগঠনিক, বন্দর ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, অর্থ সম্পাদক মোঃ আবু মুছাসহ আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ভোমরা স্থলবন্দরের সকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান।