সেলিম হায়দার : ‘দিকে দিকে আজ বাজিয়া উঠিছে জনতার জয়গান, হাতে হাতে আজ বরণডালা কন্ঠে ¯েøাগান। নেত্রী মোদের ঘরে ফিরিছে প্রত্যয়ে ভরেছে মন, আশার বাতি জ্বলিয়া উঠিল, জুড়াইল দু’নয়ন।’ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের পর প্রথমবারের মতো এলাকায় ফিরেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেজুঁতি।
তাকে বরণ করতে সোমবার খুলনা-সাতক্ষীরা মহসড়কে ছিল উৎসবমূখর পরিবেশ। সোমবার (১৯ ফেব্রæয়ারি) বিকাল সাড়ে ৩টায় তালার আঠারো মাইলে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করতে থাকেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণির পেশার হাজার হাজার মানুষ। তাকে বরণ করে নিতে কারো হাতে ফুলের তোড়া, কারো হাতে ফুলের মালা এবং কারো হাতে ছিল ফুলের পাপড়ি।
বীরমুক্তিযোদ্ধা মোহাম্মল আলী বলেন, আমাদের মেয়ে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের পর প্রথমবারের মতো এলাকায় ফিরছেন। তাকে শুভেচ্ছা জানাতে এখানে ১৮মাইল এলাকায় ছুটে এসেছি। জীবনের বড় পাওয়া আলাউদ্দিন ভাইয়ের মেয়ে এমপি হচ্ছে। তাকে মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় অনেকের চোখে আনন্দাশ্রæ দেখা যায়। লায়লা পারভীন সেঁজুতিকে শুভেচ্ছা জানাতে মাইক্রো, পিকআপ, মোটরসাইকেল যোগে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন।
তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, তালা উপজেলার কৃতি সন্তান আধুনিক সাতক্ষীরার রূপকার শহিদ স. ম আলাউদ্দিনের কন্যা লায়ল পারভীন সেঁজুতি মনোনয়ন পাওয়ায় তালাসহ পুরো জেলার মানুষ খুশি। নিজ এলাকার মানুষের অকৃতিম ভালোবাসা পেয়ে আবেগ আল্পুত হন। লায়লা পারভীন সেঁজুতির আগমনের খবরে খুলনার আঠারো এলাকা থেকে শুরু করে সাতক্ষীরা পর্যন্ত পথে পথে তোরণ নির্মাণ করা হয়। মিঠা বাড়ির ষাটোর্ধ্ব জেলেখা বিবি বলেন, সেঁজুতির বাবা বেঁচে থাকলে আমাদের এলাকার আনেক উন্নয়ন হতো। আমাদের মেয়ে সেঁজুতি এমপি হচ্ছে এতে পুরো এলাকার মানুষ খুশি। আমাদের এলাকার মানুষের মধ্যে ঈদের আনন্দ হচ্ছে।
সেঁজুতি তার বাবার স্বপ্ন পুরণ করবে। এসময় তাকে শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সায়ীদ উদ্দীন, তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারসহ হাজারো দলীয় নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধা-প্রজন্ম। এসময় তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎকুমার বলেন, তালা উপজেলার কৃতি সন্তান, আধুনিক সাতক্ষীরার রূপকার শহিদ স. ম আলাউদ্দীনের কন্যা লায়লা পারভীন সেঁজুতি মনোনয়ন পাওয়ায় জেলাবাসীর খুশির শেষ নেই। আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। পরে তাকে নিয়ে কয়েক হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে নগরঘাটার পথে রওনা হন নেতৃবৃন্দ।
সেখানে পৌছালে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এলাকার মা-বোনেরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। এসময় তারা আনন্দে চোখের পানি আটকে রাখতে পারেননি। পরে তাকে নিয়ে নগরঘাটার মিঠাবাড়িতে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা শহীদ স. ম আলাউদ্দীনের কবর জিয়ারতে অংশ নেন নেতৃবৃন্দ।
এসময় তারা বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা স্মরণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় গ্রহণ করেন। এরপর নগরঘাটা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে লায়লা পারভীন সেঁজুতিকে দেওয়া হয় বর্ণিল সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সরুলিয়ার শেখ আব্দুল হাই, কুমিরার শেখ আজিজুল ইসলাম, আবুল কালাম, ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, সরদার মশিয়ার রহমান, প্রভাষক রাজিব হোসেন রাজু, কাজি নজরুল ইসলাম হিল্লোল, শিক্ষক নেতা সজিবুদৌল্লাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় পাটকেলঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। লায়লা পারভীন সেঁজুতিকে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা জেলা কমান্ড, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সায়ীদ উদ্দীন, তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগসহ হাজারো দলীয় নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধা-প্রজন্ম।
তালা উপজেলার মিঠাবাড়িতে আসলে জেলা মহিলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও হাজারো জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। সন্ধ্যায় খুলনা রোড মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন লায়লা পারভীন সেঁজুতি। প্রসঙ্গত, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সর্বকনিষ্ঠ প্রাদেশিক পরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীনের কন্যা এবং সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের আন্দোলন সংগ্রামের প্রবাদ পুরুষ আবুল কালাম আজাদের স্ত্রী লায়লা পারভীন সেজুঁতি পিতার পথ ধরেই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দিন-রাত ছুটে চলেন জেলার এ প্রান্ত থেকে ওপ্রান্তে। ৭৫পরবর্তীতে বিএনপির শাসনামলে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর নামে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল ও কলেজ’ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ স. ম আলাউদ্দীন যে অনন্য কীর্তি গড়েছিলেন, তারই পথ ধরে সাতক্ষীরায় মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে বাবার পথ অনুসরণ করেই এগিয়ে যাচ্ছেন লায়লা পারভীন সেজুঁতি।