মণিরামপুর যশোর : যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, ঈগল ও নৌকাকে কেউ আলাদা করে দেখবেন না। সবাই আমরা আওয়ামী লীগের কর্মী, বঙ্গবন্ধুর সৈনিক। আপনারা পক্ষপাত আচরণ করে অহেতুক সংঘাত সৃষ্টি করবেন এটা কারোর কাম্য না। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। রোববার (১৮ ফেব্রæয়ারী) সন্ধ্যায় মণিরামপুরের হরিনা গ্রামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী মাযহারুল আনোয়ারের সভাপতিত্বে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, আমাদের উদ্দেশ্যে থাকবে মণিরামপুরবাসীকে সঙ্গে নিয়ে মণিরামপুরকে সুন্দর ভাবে গড়ে তোলা। আমরা কে কোন দলের কর্মী এসব বিভেদ সৃষ্টি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকবো, এমন মনোভাব নিয়েই আগামীর দিনগুলো চলতে হবে। আমরা পরস্পরের সহমর্মিতা, সহযোগিতা হতে পারলেই সুন্দর একটি সমাজ উপহার দিতে পারবো।
এ লক্ষ্যে অতিতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করবো। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, এমপির ভাই লেখক অলিয়ার রহমান, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ, দুর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ। উল্লেখ্য, স¤প্রতি স্বরসতি পূজার দিন উপজেলার হরিনা মাধ্যমিক বিদ্যালয়ে পূজা অনুষ্ঠান শেষে ঈগল ও নৌকা সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়কে নিয়ে নিরাসনকল্পে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।