নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র জেলা সম্পাদক সুধাংশু শেখর সরকারের চিকিৎসার খোঁজ নিয়েছেন সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
সোমবার (১৯ ফেব্রæয়ারি) রাতে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ এই রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকারের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকরা হাসপাতালে সুধাংশু শেখর সরকারের চিকিৎসা ভালো হচ্ছে এবং বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে এমপি আশুকে নিশ্চিত করেন।