তাপস সরকার : সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জলাবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায়, বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা ও স্হানীয় তহবিল গঠনের দাবীর লক্ষ্য বাস্তবায়নের জন্য জালালপুর ইউনিয়নে মাল্টি এ্যাকটর প্লাটফর্ম ( ম্যাপ) গঠন করা হয়েছে। এ উপলক্ষে অ্যাওসেড এর আয়োজনে ও কেয়ার বাংলাদেশ এর সহায়তায় মঙ্গলবার (২০ ফেব্রæয়ারী ) সকালে তালা জালালপুর পরিষদ হলরুমে ম্যাপ গঠন সভা অনুষ্ঠিত হয়। এতে জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মফিদুল হক ( লিটু) কে আহবায়ক ও মোঃ আব্দুল কাইম কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশষ্টি এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাওসেড প্রকল্প ব্যবস্থাপনা হেলেনা খাতুন, এ্যাডভোকেসী এন্ড লার্নিং অফিসার গোলাম মোয়াজ্জেম, ফিল্ড অফিসার চায়না দাশ, উপস্থিত ছিলেন ইউপি সদস্য, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সমাজসেবক, কৃষক প্রতিনিধি, মৎস্য প্রতিনিধি, ইউনিয়ন পানি কমিটি সভাপতি ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্তাপনা কমিটি সদস্যবৃন্দ প্রমূখ। আলোচনা শেষে প্রস্তাব সমর্থনের মাধ্যমে তিন বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে আহবায়ক মোঃ মফিদুল হক ( লিটু) বলেন, আমরা মনে করি জলাবায়ু পরিবর্তনের কারনে সৃষ্ট ক্ষয় ক্ষতির অনুদান ত্রান নয়, এটা আমাদের অধিকার। সুতরাং এই নায্যতা প্রাপ্তিতে ও ক্ষয়ক্ষতির মোকাবেলায় কাজ করবো।