আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা। মঙ্গলবার (২০ ফেব্রæয়ারী) সকালে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন। সাতক্ষীরা পিটিআই এর সহকারী ইন্সট্রাক্টর বিপ্লব কুমার মÐল আকস্মিক ভাবে বিদ্যালয়ে গমন করেন।
পরিদর্শনকালে তিনি শ্রেণিতে দীর্ঘ সময় অবস্থান করেন এবং শ্রেণি কার্যক্রম পর্যলোচনা করেন। এরপর হোম ভিজিট, বাড়ীর কাজ জোরদার, শিক্ষার্থীদের প্রতি আরো বেশী আন্তরিক হওয়া এবং শিখন ঘাটতি দূরীকরণে অভিভাবকদের প্রেষণা সৃষ্টি সহ নানাবিধ উন্নয়নমূলক দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।