আলতাফ হোসেন বাবু: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে সাতক্ষীরায় পালন করা হয়েছে অমর ২১শে ফেব্রæয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ ২০২৪। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে জনতার ঢল নামে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে। ফুলে ফুলে ভরে যায় শহিদ বেদি।
মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন শোক র্যালি নিয়ে ¯েøাগানে ¯েøাগানে মুখরিত করে উপস্থিত হন শহিদ আব্দুর রাজ্জাক পার্কে। রাত গভীর হবার সাথে সাথে বাড়তে থাকে জনতার উপস্থিতি। চলতে থাকে দেশাত্মবোধক গান ও আবৃত্তি। রাত ১২টা ১ মিনিটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, স্থানীয় সরকারের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণ পদ পাল সহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রথমেই নিয়মানুযায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন।
এরপর একে একে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম, সাবেক সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লায়লা পারভীন সেঁজুতি, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর পরেই শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা জাতীয় পার্টি, জেলা বিএনপি, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক পত্রদূত, দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক কাফেলা, দৈনিক কালের চিত্র, অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম, ভয়েস অব সাতক্ষীরা, দৈনিক আজকের সাতক্ষীরা, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, জেলা ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিকদল জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, মুক্ত রাজনৈতিক আন্দোলন, জেলা মহিলা পরিষদ, সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ফ্রন্ট, বি.এম.এ সাতক্ষীরা, জেলা আইনজীবী সমিতি, সাতক্ষীরা পৌরসভা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা, চেম্বার অব কমার্স, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা, সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দিবা-নৈশ কলেজ, ছফুরননেছা মহিলা কলেজ, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষ কেন্দ্র (টিটিস) সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নবজীবন ইনস্টিটিউট, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি, সাতক্ষীরা জেলা স্কাউটস্, সদর উপজেলা শিক্ষক সমিতি, সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি সাতক্ষীরা, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, সাতক্ষীরা ল কলেজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, উদীচী শিল্পগোষ্ঠী, বর্ণমালা একাডেমি, দিপালোক একাডেমী, জেলা ক্রীড়া সংস্থা, এলজিইডি, জেলা মিনিবাস-বাস মালিক সমিতি, জুয়েলার্স সমিতি, জেলা মন্দির সমিতি, ৭১’ এর ঘাতক দালাল নির্মুল কমিটি, জেলা যুব মৈত্রী, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা ট্রাক-ট্রাংক লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিকলীগ, সুন্দরবন টেক্সটাইল মিলস্ শাখা, জেলা লেবার শ্রমিক ইউনিয়ন, সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রনী ব্যাংক, জনতা ব্যাংক, জেলা ইট-ভাটা শ্রমিক ইউনিয়ন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, মাসিক সাহিত্য পাতা, জেলা শিল্পকলা একাডেমি, আহ্ছানিয়া মিশন আলিম মাদ্রাসা ,জেলা অটো মোবাইল ওয়ার্ক সপ মালিক সমিতি, মটর সাইকেল চালক এসোসিয়েশন, জেলা মাহিন্দ্রা থ্রি হুইলার চালকলীগ, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ, জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ দলিত পরিষদ, বিএনএফ ন্যাশনাল লিস্ট ফ্রন্ট, সুলতানপুর ক্লাব, আজাদী সংঘ, ইয়াং সুলতানপুর ক্লাব, কবিতা কুঞ্জ, জেলা মহিলা পরিষদ, স্বদেশ, বরসা, এ্যাডাপ, হিউম্যান রাইটস্ ডিসেস্টার ফ্রোর্স, রাইডার্স এসোসিশেন টিম অব সাতক্ষীরা, কমিউনিস্ট পার্টি, ন্যাপ-সাতক্ষীরা, সুশাসনের জন্য নাগরিক (সুজন), সেলুন
মালিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য ছাত্রসংগঠন এবং সর্বস্তরের নাগরিকেরা ফুল দিয়ে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু।