লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ২১ শে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজৈনতিক দল, বিভন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালন করা হয়। একুশের প্রথম প্রহরে মঙ্গলবার দিবাগত রাত ১২.০১ মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নুরের নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন পুষ্পমাল্য অর্পন করেন।
এরপর একে একে অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারী কলেজ, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে আশাশুনি থানা, ইউএনও ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, সাবরেজিষ্ট্র অফিস, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, আশাশুনি বাজার বণিক সমিতি সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন।
মাল্যদান শেষে জীবনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ভাষা শহীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অস¤প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে ও বে-সরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৮ টায় প্রভাত ফেরী, সাড়ে ৮ টায় আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ, বাদ জোহর ও সুবিধামত সসয়ে মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা পরিচালনা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে দিবস পালন করা হয়।