নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রæয়ারি) সকালে প্রভাতফেরির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনারে শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম’র সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, সহকারি শিক্ষক হরেন্দ্র নাথ সরকার, মঙ্গল কুমার, মোর্ত্তোজা আলম, অনিমেষ বাছাড়, রঘুনাথ সরকার, নাহিদা সুলতানা, কৃষ্ণা কিশোরী, আছিয়া খাতুন, মোস্তফা মাহফুজ, সোনিয়া আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে ১৯৫২ সালের ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা ও দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।