অহিদুজ্জামান খান : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে নব জীবনের পক্ষ হতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনাওে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে প্রভাত ফেরীতে অংশ নেয় নবজীবন ইন্সটিটিউট। এরপর সকাল ৯.৩০ মিনিটে নব জীবন প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে নব জীবন পরিবারের পক্ষ হতে ফুলদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
সকাল ১০ টায় নব জীবন কার্যনির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম খান এর সভাপতিত্বে শুরু হয় আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব জীবন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুজ্জামান খান। তিনি তার বক্তব্যে বলেন, বাংলা ভাষার এক নাম একুশ আর একুশের আর এক নাম বাংলা। আজ বাংলা তার নিজেকে ছাড়িয়ে বিশ্বো বুকে সমাদৃত হয়েছে। ভাষার জন্য যেভাবে আমাদের দেশের তরুনরা তাদের জীবনকে উৎসর্গ করেছেন, পৃথিবীর অন্য কোন জাতী তাদের ভাষার জন্য আত্মোস্বর্গ করেনি। বাংলার দামাল ছেলেদের অকুতভয় জীবন উৎসর্গেও বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের বাংলা। আর ফাগুনের মহিমায় একুশ হয়েছে চির অনন্য।
আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বিশ্বেও বুকে বাংলাকে স্বীকৃতি এনে দেওয়ার জন্য মহিমান্বিত অবদান রেখেছেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সকল স্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও সংস্কৃতি চর্চার অভ্যাস গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মনোয়ারুল ইসলাম মন্টু, নব জীবন কার্য নির্বাহী কমিটির নির্বাহী সদস্য তৈয়ব হাসান সামসুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ আফরোজার রহমান খান চৌধুরী, অধ্যাপক গাজী আবুল কাশেম, মোঃ খাইরুল আলম, নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নব জীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, নব জীবন এর এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার ফারুক আহম্মেদ সজীব, নব জীবন মাইক্রোফাইন্যান্স এর কোঅর্ডিনেটর মোঃ সেলিম মিয়া সহ নব জীবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থী বৃন্দ। সবশেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নব জীবন ইনষ্টিটিউটের সহকারী শিক্ষক কাজী মফিজুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নব জীবন ইনষ্টিটিউটের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন।