শামীম রেজা : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজ পুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাসান রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ২৩ ফেব্রæয়ারী শুক্রবার অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ১ আসামিকে আটক করে সদর থানায় সোপর্দ করেছে। জানা গেছে, এস আই হাসান রহমান গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের পুত্র শাহজাহান কবিরকে আটক করে সদর থানায় সোপর্দ করেছেন। আটককৃত আসামী শাহাজাহান কবির সেশন ২৭৯/২২ নম্বর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে এস আই হাসান রহমান জানিয়েছেন।