পীর কুতুবউদ্দিন আরব ও পীর শাহাবুদ্দিন আরব আলী শাহ ওরফে মিয়া সাহেবের দরগাহ পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে থানাঘাটায় পরিচালনা পর্ষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি শেখ শওকাত আলী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও খাদেম শেখ ফারুক হোসেন, উপদেষ্টা এ্যাড আকবর আলী, কার্যকরি সদস্য আদিত্য মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন, সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক ইউসুফ আলী, শেখ আব্দুর রশিদ, জুলফিকার আলী জুলু, মনজুর হোসেন, রুহুল আমিন। অত্র প্রতিষ্ঠানের হাফেজ সাইদুল ইসলামসহ অন্যরা।
বক্তারা, পরীত্ব সম্পত্তিতে অবৈধ দখল ও অনুপ্রবেশ বন্ধে এসিল্যান্ড সদরের অফিস আদেশ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নিষেধাজ্ঞা অমান্য করে ঘরবাড়ী নির্মাণ ও পুকুর খননের প্রস্তুতির তীব্র নিন্দা জানিয়ে আদালতে আদেশকে সম্মান প্রদর্শন করতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা। (প্রেস বিজ্ঞপ্তি)