বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় ২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ বিল্লাল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে খুলনা সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কাপাসডাঙ্গা গ্রামের মেসার্স লস্কর ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করা হয়। আটককৃত যুবক সাতক্ষীরা সদর উপজেলার তালতলা এলাকার আজহারুল ইসলামের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম মহাসড়কের লষ্কর ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় ২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ বিল্লাল হোসেনকে আটক করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।