আবুল হাসান, পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : প্রতিনিয়ত হাজার হাজার জনসাধারণের একমাত্র চলাচলের রাস্তা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া আহ্ছানিয়া দাখিল মাদ্রাসা ও হ্যাচারী সংলগ্ন থেকে কোমরপুর ইছামতীর সীমান্ত গামী ঢাপখালীর কালভার্ট। আবু সাইদের বাড়ির সামনে থেকে (১)এক চেন আনুমানিক, সেখান থেকে নতুন ইটের সোলিং করা হয়।
ইট বসানোর পুর্বে কোন রকম পানি দেওয়া হয়নি। পানি না দিয়ে ইটসোলিংয়ের কাজ করে যাওয়ার পরের দিন সকালে ইট উল্টো পাল্টা। হালকা বৃষ্টি হওয়ায় ইট উল্টো থাকা অবস্থায় সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই সচেতন মহলের পক্ষে সরকার কর্তৃপক্ষের কাছে রাস্তার বিষয়টি দেখার ও মজবুত করে রাস্তায় ইটবসানোর দাবী।