নিজস্ব প্রতিনিধি : আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিনেরপোতা, ২নং ওয়ার্ড খেজুরডাঙ্গা ও ৮নং ওয়ার্ড মাগুরায় আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকাল থেকে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিনেরপোতা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রাজীব, মশিউর, সালাম, ইসমাইল সহ ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সাবেক ওয়ার্ড সভাপতি সাবেক ইউপি সদস্য সাইদ আলী সরদার, রুহুল আমিন, আরিফুল সহ ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৮নং ওয়ার্ড মাগুরা কৈখালী বাজারে মতবিনিময় সভায় ওয়ার্ড আ.লীগের সভাপতি সিয়ামউদ্দীন সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, ওয়ার্ড সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য আলী হোসেন, ইউপি সদস্য কামরুন্নেসা, সাবেক ইউপি সদস্য জামির হোসেন, সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ, রহমত সহ ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেন সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।