আশাশুনি প্রতিনিধি : আশাশুনির দক্ষিণ চাপড়ায় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রæয়ারি) বিকালে উপজেলা চেয়ারম্যানের বাসভবনের সামনে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ.ব.ম মোছাদ্দেকের সভাপতিত্বে ও সাংবাদিক এস এম আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
আলহাজ্ব মুফতি মাও: এবিএম মনিরুজ্জামানের কোরআন তেলোয়াত ও মাষ্টার নিরঞ্জন সরকারের গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনায় অংশ নেন, আল. জাহাঙ্গীর হোসেন, শাহাজান আলী, হুমায়ুন কবির, প্রদর্শক রামিম আব্দুল্লাহ, আব্দুল বারেক, ভবেন্দ্র নাথ সরকার, হাফেজ রবিউল ইসলাম, আব্দুল হান্নান গাজী, ডালিম গাজী, ইয়াছিন আলী ফকির, হাফিজুল ইসলাম, ফজলুর রহমান, আব্দুস সালাম ফকির, শাহবাজ আলী গাইন প্রমূখ। মতবিনিময়কালে বক্তাগন ও উপস্থিত অর্ধ সহস্রাধিক ব্যক্তি হাত তুলে বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে পুন:রায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য ঐক্যমত পোষন করেন।