লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা-নড়েরাবাদ ¯øুইচ গেট হইতে ভায়া বামনডাঙ্গা মৎস্য সেট হয়ে গফুর গাজীর ঘের পর্যন্ত ওয়াপদা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রæয়ারি) বেলা ১১টায় উপজেলার বামনাডাঙ্গা মৎস্য সেট এ ৪৫ চেন মাটির রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।
উদ্বোধন শেষে উপস্থিত জনতার মাঝে প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক গোপাল কুমার মন্ডল, সাংবাদিক আকাশ হোসেন, লিংকন আসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের নুর ইসলাম, ফারুক হোসেন, গফুর গাজী কুদ্দুস গাজী প্রমুখ।