এএফএম মাসুদ হাসান : মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে শ্যামনগর সন্তান সংসদ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক এস এম শরিফুজ্জামান শরীফ, সহ-সভাপতি হাবিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি কাজী মিঠু, দেবব্রত মন্ডল, প্রচার সম্পাদক প্রভাস দাশসহ বীর মুক্তিযোদ্ধার সন্তানগন।
সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানানো হয়। এছাড়া সংগঠনকে এগিয়ে নিতে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগন সহযোগিতার আশ^াস প্রদান করেন।