বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জে চোরাচালান প্রতিরোধ, সমন্বয় সভা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারি) সকাল বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাস এর সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ কুমার সানা, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ কুমার সানা, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল ও সীমান্ত এলাকার বিজেবি কোম্পানি কমান্ডারগন সহ কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অনেক আলোচনার মধ্যে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে উপজেলা এলাকায় দোকানে কেরাম বোর্ডসহ জুয়া খেলা বন্ধ করার বিষয়টি গুরুত্ব দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আসন্ন পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষায় আইন-শৃঙ্খলা কমিটি সার্বিকভাবে দেখার পাশাপাশি বাজারদর নিয়ন্ত্রনে রাখতে যথাযথভাবে তদারকি করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।