নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যদের এর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতীয় বিএসএফকে ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ ফেব্রæয়ারী) সকালে সদরের ভোমরার রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এসকেএম কফিল উদ্দিন, স্টাফ অফিসার মোঃ মাসুদ রানা ও ভোমরার কোম্পানি কমান্ডার মোঃ জাহিদ শিকদার। এছাড়া বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন ১০২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শম্ভু প্রসাদ ও সহ-অধিনায়ক শরাবজিত সিং, সন্দীপ সৌরভ সহ বিএসএফ কর্মকর্তারা। প্রীতি ভলিবল খেলাটি শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করেন বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা।