যশোর অফিস : যশোর শহরের শংকরপুর ওপর আজিম হোসেন ওরফে আকাশ (২১) হত্যাকান্ডের সাথে জড়িত তিন আসামীকে গ্রেফতার করেছে পিবিআই যশোর। চৌকস গত বুধবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হচ্ছে, যশোর শহরের শংকরপুর রায়পাড়ার আব্দুল খালেকের ছেলে আব্দুল হাকিম ওরফে সাগর, একই এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম ওরফে ছোট আকাশ ও আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে অনিক হাসান ওরফে অনি। গ্রেফতারকৃতরা পিবিআইয়ের চৌকস কর্মকর্তাদের কাছে আকাশ হত্যাকান্ডের বর্ননা দেয়।
এ সময় গ্রেফতারকৃতদের দেখানো মতে বৃহস্পতিবার ২৯ ফেব্রæয়ারী দুপুর সাড়ে ১২ টায় শংকরপুরস্থ আব্দুল রাজ্জাক এর বসত বাড়ির টয়লেটের টিনের চালের ওপর থেকে ৪টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া ও ১টি কথিত কাটারি কুড়াল উদ্ধার করে। পিবিআই জানায় আজিম হোসেন ওরফে আকাশ পেশায় একজন রাজমিস্ত্রি।
আসামী সোহান,অনিক হাসান ওরফে অনি, সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির, সিরাজুল ইসলাম, আব্দুল আলিম ওরফে ছোট আকাশ, মামুন, সোহেল, ইয়াছিন রাহুল, নয়ন, রমজান ওরফে ছোট রমজানগন এবং আজিম হোসেন ওরফে আকাশ একালায় বসবাস করে। আকাশের সাথে উল্লেখিতদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। কিভাবে আসামীরা আজিম হোসেন ওরফে আকাশকে হত্যা করে তা বর্ননা করে। পরে গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হলে তারা আদালতের বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে পিবিআই জানিয়েছেন।