শেখ মনিরুজ্জামান : তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২ মার্চ (শনিবার) বিকালে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম( হিল্লোল ) এবং কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মোড়ল।
এসময় সংসদ সদস্য বক্তব্যে বলেন গত ৭ জানুয়ারী এই তালা উপজেলা থেকে আপনারা বিপুল ভেটে নির্বাচিত করেছেন। তাই আমি আপনাদের কাছে চির ঋনি। যতদিন বেচে থাকবো ততদিন তালার উন্নয়নে আমার নিজের জীবনটাকে আপনাদের জন্য উৎমর্গ করে দিব। এ ছাড়া তালার রাস্তাঘাট উন্নয়নের কথা আপনাদের বলতে হবে না। তালা আমার নিজের এলাকা। তাই সমস্ত দায়িত্ব কাধে তুলে নিলাম।
শনিবার বিকাল ৪ টায় তালার কুমিরা ইউনিয়ান আওয়ামীলীগের পক্ষ থেকে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন কে সংবর্ধনা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এর আগে কুমিরা বহু মুখি উচচ বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্য কে ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাংগাঠনিক সম্পাক গোল্দার আতাউর রহমান, সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক এড অনিত মুখার্জী, তালা উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক ও খলিষখালী ইউঃ সাবেক চেয়ারম্যান মোজাফফার রহমান, শাহ আলম টিটু, মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, সহ আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।