রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মনিরামপুরে অনলাইন ক্যাসিনো বা জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় অপরাধের প্রধান আলামত হিসেবে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার (১ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) সন্ধ্যায় উপজেলার নেহালপুর ও মনোহরপুর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিউর রহমান (২৮), সিরাজুল ইসলাম (৩৯), শফিকুল ইসলাম (৩৯), তরিকুল ইসলাম (২৬) ও কামরুজ্জামান (৩৭)। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মনোহরপুর সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও নেহালপুর কাড়িবাড়ি মোড় নামক স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তরকৃতরা অনলাইন জুয়ার সাব-এজেন্ট হিসেবে কাজ করত বলে জানা গেছে।