শনিবার , ২ মার্চ ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

যশোরে পুলিশ প্লাজা থেকে পন্য কিনে সোনারবালা জিতলেন নাদিয়া

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ২, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ

যশোর অফিস : ৩০ টাকায় পুলিশ প্লাজা থেকে কসমেটিক্স পণ্য কিনে সোনার বালা জিতে নিয়েছেন শহরের বকচর এলাকার নাদিয়া । শুধুই নাদিয়ায় নয়, পুলিশ প্লাজা থেকে বিভিন্ন পণ্য কিনে কুপনের মাধ্যমে জিতেছেন কানের দুল, আঙটি, নাকফুল, পায়েলসহ নানা উপহার। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় পুলিশ প্লাজা মাঠে কুপনের এ ড্র অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর কোতয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুল আলম চৌধুরী ও পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ রেজাউল করীম। অনুষ্ঠান পরিচালনা করেন পুলিশ প্লাজার পরিচালক শিমুল ভুইয়া। সোনার বালা জিতে নেয়া নাদিয়ার কুপন নম্বর ৫১০৩৫। সোনার কানের দুল জিতেছেন আঃ খালেক। তার কুপন নম্বর ৩৭৭৯৩। সোনার আংটির জিতেছেন আরিফ। তার কুপন নম্বর ১৯৬০৭। এছাড়া বিজয়ীদের অন্যান্য কুপন নম্বরগুলো হচ্ছে, ১৮৭৩১, ৩৭৩৮৪, ৭২৬০৪, ৪৬৫০৮, ৮৫৭৫০, ৩৭২০৩, ২৬৫৭২, ২০৯৭১, ৮৮১৬৯, ৬৫৬৯০, ৮৮৫৮৪, ৬৫০৮৫, ২২৯৫৯, ৮৭৭৩৫, ৩২৭৬৪, ৫২৮২৩, ১৪৭৭৮, ১৩২৯২, ১১৪৪৫, ৬০১২, ৬৬৫১, ৩২৭৯১, ৫৫২৩৬, ৩৩৭৫, ২৮৫৯৯, ৮২৩৩৮।

পুলিশ প্লাজা কর্তৃপক্ষ জানায়, তাদের সার্বিক আয়োজন সফলভাবে শেষ হয়েছে। এ আয়োজন ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামীতেও এ ধরনের আয়োজন করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্লাজার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনএস ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মকর্তা রিকি খান, নিয়ামুল হাসান বাবু, নান্টু হোসেন, অচিন্ত্য বর্মণ, ব্যবসায়ী জামিল হোসেন, আকাশ হোসেন, মোহাম্মদ হান্নান, ফারুক হোসেন, মাহাবুব, অনিক, বাবু, সাজ্জাদ প্রমুখ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত