জি এম ফিরোজ উদ্দিন, মণিরামপুর প্রতিনিধি : সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাদের হাতে সম্মননা ক্রেষ্ট, উত্তরিও পরিয়েদেন মনোহরপুর কল্যাণ ট্রাষ্টের সভাপতি। মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থতিত মানব সেবা দাতব্য সংগঠন মনোহরপুর কল্যাণ ট্রাষ্ট।
প্রথম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আসছে তাদের কে আজ সংবর্ধিত ও ক্রেষ্ট, উত্তরি প্রদান করেন সংগঠনের বর্তমান সভাপতি মুরতজা আলী টুটুল। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষা বিদ জোবেদ আলী বিশ্বাস এর মৃত্যতে কিছুটা ভেঙ্গে পড়ে ছিল সংগঠন।
সদস্যরা থেকে সংগঠন টিকিয়ে রাখে। তারপর পরিচালনার জন্য তার ছেলেকে সভাপতির আসনে বসিয়ে রাখে। শুক্রবার সন্ধ্যায় মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের এক কক্ষে ৫ জন কে মনোহরপুর কল্যাণ ট্রাষ্টের সম্মাননা ক্রেষ্ট, উত্তরি তুলেদেন। জোবেদ আলীর উত্তরসরি দের হাতে তার পোতা ছেলে ও মেয়ের হাতে, পরে একে একে মোঃ আবু বক্কর সিদ্দিকি, প্রনব কুমার সরকার, কার্ত্তিক তরফদার ও আব্দুর রহিম সরদার প্রমুখ।