বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী হরেন্দ্র নাথ পাল পরলোক গমন করেছেন। (ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। পারিবারিক সূত্রে জানাগেছে, বয়সের ভারে দীর্ঘ কয়েক বছর যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন বুধহাটা গ্রামের শতবর্ষী ব্যক্তিত্ব হরেন্দ্র নাথ পাল। শুক্রবার বেলা ১টা ৩০ মিনিটে বুধহাটা বাজারস্থ নিজস্ব বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সদালাপি ও হাস্যজ্জল শতবর্ষী হরেন্দ্র নাথ পালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ বি এম মোস্তাকিম শোকসন্তপ্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়ান এবং সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া বুধহাটা বাজারের ব্যবসায়ী মহলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন। স্বর্গীয় হরেন্দ্র নাথ পাল বুধহাটা বাজারের রোগ মুক্তি ও দেবী ফার্মেসীর স্বত্বাধিকারী নারায়ণ চন্দ্র পাল, ব্যবসায়ী নিমাই চন্দ্র পাল, পার্থ চন্দ্র পাল, চিত্ত পাল ও ভোলা চন্দ্র পালের গর্বিত পিতা এবং দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার বুধহাটা প্রতিনিধি শিমুল পালের দাদু। এদিন সন্ধ্যায় বুধহাটা বাজারস্থ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।