নিজস্ব প্রতিনিধি : আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থীত প্রার্থী হচ্ছেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আলহাজ্ব ডা. শেখ মাহমুদুল হক। রোববার (০৩ মার্চ) বিকালে সাংবাদিকের সাথে বিশেষ মতবিনিময় সভায় তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. শেখ মাহামুদুল হক জানান, দলের নিবন্ধন না থাকায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করতে পারেনি।
কিন্তু স্থানীয় সরকারের অধিন নির্দলীয় নির্বাচন হওয়ায় এবার দলীয় সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে অনুযায়ী গত ১ মার্চ সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ন্যায় তালা উপজেলাতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান’র ২টি পদে প্রতিদ্বন্দীতা করা হয়। ঘোষনায় জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. শেখ মাহামুদুল হককে চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলীর এবং মহিলা ভাইস চেয়ারম্যানের নাম প্রকাশ করা হয়।
কিন্তু ঘোষিক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অসুস্থ্য থাকায় এই পদে অন্য কেউ নতুন করে আসতে পারে বলে জানানো হয়। তিনি বলেন, অনেক সমালোচনা বা আলোচনা থাকলেও মূলত দলীয় ভোটারদের ঐক্যবদ্ধ রাখার প্রয়োজনে এবং সুষ্ঠ ভোটের মাধ্যমে বিজয়ী হবার জন্য নির্বাচনে অংশগ্রহন করা হচ্ছে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জামায়াত নেতা অ্যাড. মশিয়ার রহমান ও মো. মোস্তাফিজুর রহমান সহ জামায়েতর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আলহাজ্ব ডা. শেখ মাহামদুল হক এর আগে ২০০৯ এবং ২০১৩ সালের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করেন।