সোমবার , ৪ মার্চ ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

উজিরপুর ব্রিজ নির্মাণের আগে দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি তদন্তকারী কর্মকর্তারা

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ৪, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ

ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : নিজের রাজনৈতিক প্রতিপক্ষ এবং উপজেলা প্রশাসনকে শায়েস্তা করতে ব্রিজ নির্মাণে কাজ শুরুর আগেই দুর্নীতির খবর, অভিযোগের তদন্তে সত্যতা পায়নি বিভাগীয়, বিশ্ব ব্যাংক, জেলা, উপজেলা প্রকৌশলীর তদন্তকারী দলের কর্মকর্তারা।

ঘটনাটি ঘটেছে রবিবার (৩ মার্চ) বেলা ১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কালিগঞ্জ-আশাশুনি মহাসড়কের উজিরপুর বাজারের পাশে হাবড়া নদীর উপর নির্মানাধীন উজিরপুর ব্রীজ।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায় কালিগঞ্জ উপজেলার উজিরপুর বাজারের পাশে অবস্থিত হাবড়া নদীর উপর নির্মিত পুরাতন ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলীর আওতাধীন কালিগঞ্জ-আশাশুনি মহাসড়কের সংযোগ সড়কের জন গুরুত্বপূর্ণ ৭০ মিটার ব্রিজটি ১০ কোটি ৩৫ লক্ষ ৮৮ হাজার ২৭৮ টাকায় টেন্ডারের মাধ্যমে সাতক্ষীরার মোজাহার এন্টার প্রাইজের মালিক ইকবাল জমাদ্দার কাজ টি পায়। কাজটি গত ৬ -৬-২৩ ইং তারিখ হতে শুরু করে ৫-১২-২০২৪ ইং তারিখে সিডিউল অনুযায়ী সম্পন্ন করার কথা।

সেই মোতাবেক ব্রিজটি নির্মাণের জন্য পুরাতন ব্রিজের ভাঙার কাজ সবে মাত্র শুরু হয়েছে। জনদুর্ভোগ এড়াতে চলাচলের জন্য ব্রিজের পূর্ব পাশে ১০ ফুট চওড়া নদীর উপর দিয়ে একটি কাঠের ব্রিজ পাইলিং করে জনসাধারণ ও ছোট ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এজন্য ব্রিজ নির্মাণ কালীন সময় পর্যন্ত তৈরি, সংস্কার ও মেরামতের জন্য ১৬ লক্ষ ৬৮ হাজার টাকা খরচ ধরা হয়েছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান জনসাধারণের চলাচলের কথা চিন্তা করে সিডিউল অনুযায়ী ৬ ফুট ৭ ইঞ্চির পরিবর্তে ১০ ফিট চওড়া করে কাঠের ব্রিজটি নির্মাণ করে দেওয়া হয়েছ।

কিন্তু প্রতিপক্ষ গ্রæপ কাঠের ব্রিজটি নির্মাণ ব্যয় ৫২ লক্ষ টাকা আলাদা বরাদ্দ ও লুটপাটের ভুয়া প্রচার দিয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে স্থানীয় চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, উপজেলা ইঞ্জিনিয়ার এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আহŸান করে। সেই মোতাবেক গত ২ মার্চ শনিবার বেলা ১১ টার সময় উক্ত ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিপক্ষ পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মোড়লের নেতৃত্বে একটি প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন অপপ্রচার চালিয়ে জেলা, উপজেলা প্রশাসনকে বিতর্কিত করে পত্র পত্রিকায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এর প্রেক্ষিতে গতকাল রবিবার বিশ্ব ব্যাংক প্রতিনিধি দেলোয়ার হোসেন, খুলনা বিভাগীয় মেনটেনেন্স ইঞ্জিনিয়ার আশুতোষ কুমার মন্ডল, সাতক্ষীরা জেলা নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাস, কালিগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী কাজী ফয়সাল বারি পূর্ণ বিষয়টি তদন্তের জন্য উজিরপুর বাজারে পৌছলে ওই সময় উজিরপুর বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম, আব্দুস সবুর, বারি, আমিনুর সহ শত শত স্থানীয় জনসাধারণ তদন্তকারী কর্মকর্তাদের জানান বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনের নিকট পরাজিত হয়ে প্রতি পক্ষ আব্দুল লতিফ বিভিন্ন মিথ্যা, অপপ্রচার চালিয়ে তার সহযোগীদের নিয়ে প্রতিবাদ সমাবেশের নামে মিথ্যাচার চালিয়েছে। তার বিরুদ্ধে আইননুগ ব্যবস্থার দাবি জানান।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তারা জানান এখনো ব্রিজের কাজই শুরু হল না এরমধ্যে দুর্নীতি কোথা থেকে হল সে বিষয়টি আপনারা খুঁজে বের করে পরবর্তী সত্যটা পত্রিকায় বা গণমাধ্যমে তুলে ধরার আহŸান জানান। সিডিউল অনুযায়ী বিকল্প কাঠের সড়কের ৭ ফুটের স্থলে ১০ ফুট করে দেওয়া হয়েছে। এর পরেও যদি সমস্যা হয় সেটা সমাধান করে দেয়া হবে। ব্রিজ নির্মাণে কোন ধরনের অনিয়ম, দুর্নীতি হলে বিষয়টি আমাদেরকে সাথে সাথে জানালে আমরা এর ব্যবস্থা নেব। আপনারা আমাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবেন এটা আমরা আশা করি অযথা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এলাকার পরিবেশ নষ্ট না করার আহŸান জানান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে নিরাপদ খাবার পানির দাবিতে বিক্ষোভ

তালায় চরভরাটি জমি ভূমিহীনদের মাঝে ইজারার উদ্দ্যোগ

কালিগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রয়

দুর্গাপূজা উপলক্ষে আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ওসি নজরুল ইসলাম

জাপা নেতা আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া

সদর উপজেলা পরিষদ নির্বাচনে মশিউর রহমান বাবু’র নির্বাচনী মতবিনিময় সভা

দুই বাংলার কবি, শিল্পী ও সাহিত্যিকদের চিত্রশিল্প কর্মশালা

সদর উপজেলা পর্যায়ে ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনার পরিকল্পনার শেয়ারিং সভা

নব জীবন এর আয়োজনে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

শ্যামনগরে মানব পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রার্থনা ও সচেতনতা দিবস পালন