সোমবার , ৪ মার্চ ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জের ঐতিহ্যের নিদর্শন ৪৫০ বছরের প্রবাজপুর শাহী জামে মসজিদ মুঘল আমলে প্রতিষ্ঠিত

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ৪, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের ঐতিহ্যের নিদর্শন প্রবাজপুর শাহী মসজিদ । সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে দক্ষিনে ০৯ নং মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে অবস্থিত প্রবাজপুর ঐতিহাসিক শাহী জামে মসজিদ।

মসজিদটি ১১০৪ হিজরির ১৯ রমজান ২ মে ১৬৯৩ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত জিনেরা জঙ্গল কেটে রাতারাতি পরিষ্কার করে মসজিদটি নাকি তৈরি করেছিল কথিত থাকলে ও এটি মূলত সম্রাট আওরঙ্গজেবের মুজিবের শাসনামলে তার ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ মসজিদের নির্মাণে মসজিদের নামে লাখেরাজে ৫২ বিঘা জমি দান করেন।

তখন সম্রাট আওরঙ্গজেবের মুজিবের নির্দেশে সুবেদার প্রবাজ খাঁ তার মুসলিম সেনাদের নামাজ আদায় করার জন্য এই মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে সুবেদার প্রবাজ খাঁর নাম অনুসারে এই গ্রামের নাম ও মসজিদের নামকরণ করা হয়। মসজিদের বহির্বিভাগ দৈর্ঘ্য ৫২ ফুট ৫ ইঞ্চি এবং প্রস্থ ৩৯ ফিট ৮ ইঞ্চি এর দেয়ালগুলো ৫ ফুট ৯ ইঞ্চি থেকে ৭ ফুট পুরো মসজিদের প্রধান দরজাটি ৪ ফুট ৭ ইঞ্চি প্রশস্ত। স্থানীয় মুসল্লিরা ছাড়াও বিভিন্ন স্থান থেকে বহু দর্শনার্থীরা এখানে নিয়মিত পাঁচ ওয়াক্তের নামাজ এবং জুম্মার নামাজ আদায় করেন।

এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রাচীর স্থাপত্য শৈলী হিসেবে এখনো সবার নজর কাড়ে। ঐতিহ্যের নিদর্শন দৃষ্টিনন্দনে এই মসজিদটিতে ৬ ফুট ৯ ইঞ্চি প্রশস্তে একটি বারান্দা ছিল সেটি এখন আর নেই, মসজিদটিতে মোট ১০টি দরজা থাকলে ও বর্তমানে দরজার নিচের অংশে পাতলা প্রাচীর নির্মাণ করে জানালার আকৃতি তৈরি করা হয়েছে। এই মসজিদটিতে অলঙ্কিত মেহ রাহু রয়েছে।

১৯৬৫ সালে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আমজ সোহরাব আলী মসজিদটি কিছুটা সংস্কার করেন। সুলতানি আমলে নির্মিত প্রবাজপুর শাহী জামে মসজিদ একটি প্রাচীর ও প্রশ্নতান্ত্রিক স্থাপনা যা ইসলাম ঐতিহ্যের ধারক ও বাহক। বর্তমানে এই মসজিদটি প্রতœতত্ত¡ বিভাগের দায়িত্ব রয়েছে।

উল্লেখ্য, প্রবাজপুর শাহী জামে মসজিদে স্থানীয়রা ছাড়া ও বহু দর্শনার্থীরা দূর দুরন্ত বিভিন্ন স্থান থেকে মনের বাসনা পূর্ণতা করার জন্য অনেকেই নফল নামাজ আদায় করে থাকেন ,আরো জনশ্রুতি আছে যে, এই মসজিদে এসে কেউ কোনো মানত করলে তা নাকি বিফলে যায় না। বলে জানা গেছে। ৪ মার্চ (সোমবার) সরজমিনে ঘুরে এসে এ সমস্ত অজানা তথ্য অনুসন্ধানে উঠে এসেছে।

এছাড়া বিশেষজ্ঞরা মসজিদটির স্থাপত্য নিদর্শন যেমন কুড় মসজিদ (খুলনা), মসজিদ বাড়ি এবং বাগেরহাট অঞ্চলের মুদ্রা অন্যান্য প্রমাণাদি বিশেষ করে বাগেরহাটের ৮৬৩ খ্রিষ্টাব্দের (১৪৫৯) শিলালিপি এবং সুলতান বারবাগ সাহেব আমলে মসজিদ বাড়ি মসজিদের ৮৭০ খ্রিষ্টাব্দের (১১৬৫) শীলালিপি ইত্যাদি থেকে যে সিদ্ধান্ত এসেছেন তা হলো মসজিদ বাড়ি, বাগেরহাট, প্রাচীন ধুলিয়াপুর পরগোনার বর্তমান সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রবাজপুর গ্রামসহ ভারতের হুগলী নদীর বর্তমানে ইছামতির পূর্বাঞ্চল পঞ্চদশ শতাব্দীর পূর্বে না হলেও উক্ত শতাব্দীর মধ্যভাগে মুসলিম শাসনাধীন ছিল।

বিশেষজ্ঞদের এই ধারণা থেকে এবং সুবেদার প্রবাজ খাঁর নাম অনুসারে গ্রাম ও মসজিদটির নাম করণ হওয়ার কারণে একথা স্বীকৃত হয়ে আসছে যে, প্রবাজপুর শাহী মসজিদটি নির্মাতা ছিলেন সুবেদার প্রবাজ খাঁ। পরবর্তীতে মসজিদটি প্রত্বতত্ত¡ বিভাগের দৃষ্টি আনা হলে এই বিভাগ ঐতিহাসিক মসজিদটির সংস্কার কাজে হাত দিলে ও তেমন কোন কাজ বর্তমানে হয়নি বলে জানা যায়। বর্তমানে এই শাহী মসজিদে খতিব ও ইমামের দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুর রহমান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

নারীদের উন্নয়নে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন- এমপি ইয়াকুব আলী

সমমনা সংগঠনের সাথে উত্তরণের নেটওয়ার্কিং সভা

কলারোয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

তালায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস

কালিগঞ্জ উপজেলা সদরে কলেজ শিক্ষকের বাড়িতে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি

উপজেলা প্রশাসনের সাথে পারুলিয়া বাজার কমিটির সৌজন্য স্বাক্ষাত

পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের সাথে এসিজি কর্তৃক অধিপরামর্শ সভা

সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট ও সমাধানে করণীয় বিষয়ক সংলাপ

দেবহাটার পারুলিয়ায় ফেয়ার মিশনের আয়োজনে সংহতি সমাবেশ

আশাশুনির প্রতাপনগর হরিষখালির বেড়ি বাঁধে আবারও ফাঁটল