কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় বিক্রয়কৃত জমি কৌশলে পুনরায় বিক্রি করার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে জমির মালিকের বিরুদ্ধে। কালিগঞ্জ থানার অভিযোগ সূত্র জানা গেছে কালিগঞ্জ উপজেলাধীন পূর্ব নলতা গ্রামের মৃত আবুল কাশেম সরদারের ছেলে আবুল হোসেনের নিকট থেকে সুস্পষ্ট দলিল দেখে বসতবাড়ি সহ জমি ক্রয় করেন একই গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে হামিদুল হক।
তার এই ক্রয়কৃত জমিতে তিনি মসজিদ নির্মাণ করেছেন এবং মসজিদের পাশাপাশি ইমাম সাহেবের থাকার জন্য সুব্যবস্থা করেছেন। তিনি চাকরির সুবাদে বাহিরে থাকেন, আর তার এই বাড়িতে না থাকার সুবাদে আবুল হোসেন ও কামরুল ইসলাম পরস্পরের যোগসাজশে হামিদুল হকের বাড়ি সহ ক্রয়কৃত জমি গত সোমবার (৪ মার্চ) ভাঙচুর করিয়া নিয়ে যাইতে থাকে, এই সংবাদটি হামিদুল হক প্রতিবেশীদের মুঠো ফোনের মাধ্যমে জানতে পেরে তার ক্রয়কৃত জমিতে এসে উপস্থিত হয়ে ভাঙচুর করিতে নিষেধ করেন। এতে আবুল হোসেন ও কামরুল ইসলাম তার উপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ জীবন নাশের হুমকি দেয়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।