যশোর অফিস : আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে যশোর শহরের বড়বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান, বাজারের মধ্যে যানজট প্রবেশ প্রতিরোধ, ব্যবসায়ীদের নিরাপত্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে এক মত বিনিময় সভা সোমবার সকালে যশোর কোতোয়ালি থানায় অনুষ্ঠিত হয়।
এ সময় বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতাদের সাথে যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরানের উপস্থিতিতে ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মোশাররফ হোসেন বাবু সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ সময় যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ইন্সপেক্টর তদন্ত একে এম শফিকুল আলম চৌধুরী যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর অপারেশন পলাশ বিশ্বাস, যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজামান ও যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স তরিকুল ইসলাম তারেক উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতারা এসময় শহরের বাজার এলাকার ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের সামনে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় পুলিশ ও তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যাপারে আশ্বাস প্রদান করেন।