বিশেষ প্রতিনিধি : তালা উপজেলার জেঠুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ( বুধবার) বিকাল ৫ টায় জেঠুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক খোদাবক্স গাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব এস এম আমিরুল ইসলাম আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রনজিত চৌধুরী, শ্রী দাস সরকার, মোহাম্মদ রেজাউল ইসলাম, শেখ আজিজুল ইসলাম, শেখ মনিরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, দরবেশ আনিসুর রহমান, সরদার আব্দুল জব্বার, নুর আলী গাজী, জাকির হোসেন প্রমুখ। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন আমি বিশ্বাস করি মানব সেবায় পরম ধর্ম, সেবার মধ্য দিয়েই সৃষ্টিকর্তাকে পাওয়া যায় এবং হিংসা প্রত্যেকের আত্মার আমলকে ধ্বংস করে।
এই বিশ্বাস আমি আমার অন্তরে ধারণ করে বিগত দিনগুলোতেও আপনাদের সাথে ছিলাম। কখনো আপনাদের সেবা করার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেনি। আগামী দিনগুলোতেও আপনাদের সেবা কাজ করার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাই না।
বিগত সময়ে তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সময়েও সাধারণ মানুষের বিশ্বাস ও তার প্রতিদান রেখেছিলাম স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন ও অগ্রযাত্রার সঙ্গী ছিলেন জনগণ। আমি জনগণের পাশে থাকতে চাই, সেবা করতে চাই, আমৃত্যু ভালবাসতে চাই, তাদের ভালোবাসা পেতে চাই এবং আমরা ভালোবাসা তাদের সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। ভাগাভাগি করতে চাই সুখ দুঃখ। সেজন্য আসছে আগামী তালা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে আমাকে বিজয়ী করার লক্ষ্যে আপনাদের সকলের দোয়া, সমর্থন, ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করছি।