নিজস্ব প্রতিনিধি : আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোরশেদের গণ সংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ০৬ মার্চ বুধবার বিকাল ৫ টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোরশেদ নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোরশেদ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা, মাগুরা, রাজনগর, দেবনগর, ব্রহ্মরাপুর ইউনিয়নের গোয়ালপোতা সহ বিভিন্ন এলাকার চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে তিনি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হতে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসেনুল হাবিব মিন্টু, তালতলা-গোপীনাথপুর ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ও লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ।