সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন ও নলকুড়া নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আলমগীর হোসেনের বড় বোন এবং সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস এর স্ত্রী মোছাঃ আফরোজা পারভীন (৬১) বিভিন্ন শারীরিক রোগে সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ডে কুখরালি গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ১ পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম নামাজে জানাজা বুধবার সকাল ১০ টায় কুখরালি বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় নামাজে জানাজা মরহুমার বাবার বাসা সদরের নলকুড়া গ্রামে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে মরহুমার বাবার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।(প্রেস বিজ্ঞপ্তি)