শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরায় প্রচুর সজনা ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। শীতকে অভিনন্দন জানিয়ে বসন্তকে বরণ করে গাছে গাছে এসেছে প্রচুর সজিনা ফুল। চিকিৎসা বিজ্ঞানের অভিমতে সজিনা পাতায় ডাইবেটিক সারে। তাই সাতক্ষীরাবাসি বসতবাড়ির ভিটার সাইটে, বাড়ির আঙ্গিনায়, সরকারি রাস্তার দু-পাশে সারি বদ্ধ ভাবে লাগিয়েছেন সজিনা গাছ।
গাছে গাছে প্রচুর ফুল ধরেছে। দেখতেও খুব সুন্দর। সজিনা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। চিকিৎসা বিজ্ঞানের অভিমত সজিনা মানব দেহের জন্য যেমন উপকার, তেমনি সুস্বাদুও।
সরজমিনে ঘুরে দেখাগেছে সাতক্ষীরা সদরের ভোমরা লক্ষীদাড়ী, শসা ডাঙ্গায় আজিজ, শাহীন, রমজান, আসাদুল ইসলাম সজিনা চাষ করে প্রতিবছর লভোবান হচ্ছেন। সজিনার চাহিদা থাকায় ভালো দামে বিক্রয় হয় এই সবজি।