শেখ মোশফেক আহমেদ : সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ থেকে ২০২৩ সালে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান। অনুষ্ঠানে বিদায়ী অতিথি ছিলেন ২০২৩ সালে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অরবিন্দু কুমার মল্লিক, সহকারী অধ্যাপক মোছাঃ সাহিদা খাতুন, সহকারী অধ্যাপক মোঃ বেলাল গাজী, সহকারী অধ্যাপক মোঃ আমিনুর রহমান, প্রদর্শক সিরাজুল ইসলাম, প্রদর্শক সুরাজ কুমার সাহা, অফিস সহায়ক মোঃ হামিদুল হক। এসময় বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোশতাক আহমেদ, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক দেব কুমার ঘোষ, সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম, সহকারী অধ্যাপক তাহসিনা বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের শিক্ষক তৈয়ব হাসান শামসুজ্জামান।