শেখ মনিরুল ইসলাম : শীতকে বিদায় জানিয়ে বসন্ত কে বরণ করে গাছে গাছে ভরে উঠেছে আমের মুকুল। আম চাষিদেরা বুক বেধেছে আমের ভালো ফলনের আশায়। মৌসুমী বৃষ্টির কারণে গাছে গাছে আমের মুকুল আসতে অনেক দেরি হয়েছে বেশি দেরি হয়েছে হিমসাগর গাছে মুকুল আসতে।
একটু দেরি হলেও এখন প্রতিটা আম গাছ প্রায় মুকুলে ভরে উঠেছে। সে কারনে আনন্দে বুক ভরা আশা নিয়ে আম গাছের পরিচর্জায় ব্যস্ত সময় পার করছেন আম চাষীরা।
সরেজমিনে গিয়ে কুখরালী এলাকার মোহাম্মদ আবু সাঈদ, নাসির, আনসার আজাদ সহ কয়েকজন আম চাষী জানান, এ বছর যদি ঝড়, অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে প্রচুর পরিমাণ আমের ফলন পাওয়া যাবে। এবং বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।