মনিরামপুর (যশোর) প্রতিনিধি : পরিত্যক্ত একটি বাড়িতে খেলা করতে পড়ে পাওয়া ককটেল বিষ্ফোরণে আরজু হোসেন (৮) ও মাইমুন আহম্মেদ (৪) নামের দুই শিশু গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আরো ৯ টি তাজা ককটেল উদ্ধার করেছে। আহত দুই শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আরজু এবং মাইমুন আহম্মেদ ফতেয়াবাদ গ্রামের মহিদুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে খেলা করছিল। সে সময় আবর্জনার মধ্যে পড়ে থাকা একটি বাজারের প্যাকেটে শিশুরা লাল-কালো টেপ পেচানো বল সদৃশ বস্তু দেখতে পায়। খেলার ছলে ওই টেপ খুলতেই বিকট শব্দে একটির বিষ্ফোরণ ঘটে। এতে আরজুর হাতে ও মাইমুনের মুখসহ শরীরের উপরের অংশ ঝলসে যায়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত আরজু ফতেয়াবাদ গ্রামের আসলাম সরদারের ছেলে এবং মায়মুন একই গ্রামের বাবলু রহমানের ছেলে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পলিব্যাগ ভর্তি ৯টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করে। খোজ নিয়ে জানা যায় আহত দুই শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবি এম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৯ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।