শুক্রবার , ৮ মার্চ ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সমন্বিত প্রচেষ্টায় এলাকার উন্নয়ন বাস্তবায়নে অবদান রাখতে হবে: এমপি রশীদুজ্জামান

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ৮, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

পাইকগাছা প্রতিনিধি : উপজেলা প্রশাসনের আয়োজনে পাইকগাছার কৃর্তি সন্তানদের নিয়ে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় খুলনা ৬ (কয়রা-পাইকগাছা)র সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন, সমন্বিত প্রচেষ্টার মধ্যদিয়ে একটি অঞ্চলের উন্নয়ন অগ্রগতি, বাস্তবায়ন করা সম্ভব। এই মাটি আমার প্রাণ। এই মাটিতেই আমরা জন্মেছি।

এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে যার যার অবস্থান থেকে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাÐে অবদান রাখতে হবে।শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি রশীদুজ্জামান এসব কথা বলেন। এসময়ে আমন্ত্রিত অতিথি বৃন্দ যার যার অবস্থান থেকে এলাকার উন্নয়নে অবদান রাখার কথা জানান। আমন্ত্রিত অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) কর্তৃপক্ষ- প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

বিশেষ অতিথি ছিলেন, বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উপসচিব মো. আশরাফুল হোসেন, দুর্নীতি দমন কমিশন (উপসচিব) পরিচালক মো. শাহীনুজ্জামান, খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, খুলনা পাওর বিভাগ -২ পাউবো মো. আশরাফুল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম, পুলিশ হেডকোয়ার্টার্স বিপিএম ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সানা শামীনুর রহমান, খুলনা পিপিএম সেবা, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশল মো. আকমল হোসেন।

সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, ডি সার্কেল মো. সাইফুল ইসলাম, ওসি মো. ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম, বিএডিসি প্রধান মনিটরিং মো. আ. ছাত্তার গাজী, ইকবাল হোসেন, অধ্যক্ষ সমরেশ রায়, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ও লিপিকা ঢালী, সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য সাইফুল্লাহ আল মামুন, সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, স্থানীয় সরকারি কর্মকর্তা প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফ এমন এ রাজ্জাক, আ. আজিজ, মোসলেম উদ্দিন, প্রকাশ ঘোষ, আলাউদ্দিন রাজা, স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, মুনছুর আলী গাজী, মৃণাল কান্তি বাছাড়, পার্থপ্রতীম চক্রবর্তী সহ বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রতিষ্ঠান প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

উপককূলে ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প

কালীগঞ্জে আলোচিত সামছুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কলারোয়ায় পল্লী বিদ্যুতের ভূতড়ে বিলে প্রায় ৭০ হাজার গ্রাহক দিশেহারা

কালিগঞ্জে বিরোধপূর্ণ সম্পত্তি থেকে গাছ কাটার অভিযোগ

কালিগঞ্জে নারীর প্রতি মজুরি বৈষম্য বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ছাত্রকে আত্মহত্যার প্রচারণায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

দেবহাটায় নবাগত এসিল্যান্ডের যোগদান

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

আশাশুনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

শ্যামনগরে দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় মহিলা ইউপি সদস্যকে মারপিটের অভিযোগ