নিজস্ব প্রতিনিধি : গতকাল বৃহষ্পতিবার সকাল দশটায় শহরের নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নাগরিক প্লাটফর্মের আস্থা প্রকল্পের আহবায়ক এ্যাড.শাহনওয়াজ পারভীন মিলির সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন রুপান্তরের জেলা সমন্বয়কারি মাসুদ রানা। জেলা নাগরিক প্লাট ফর্ম এর আস্থা প্রকল্পের যুগ্ম আহবায়ক উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসিম বরণ চক্রবর্তী ও রুপান্তরের ক্লাস্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ সমাজে বারটি সমস্যা নিয়ে বক্তব্য রাখেন।
সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, এটিএন বাংলার এম কামরুজ্জামান, বিটিভির ফারুক আহমেদ, পানি কমিটির সভাপতি মফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন রুপান্তরের মনিটরিং অফিসার তাহেরাতুল জান্নাত মোহনা, ফিল্ড অফিসার বিপুল রায়। সভায় উপস্থিত ছিলেন স্বপন শীল, কন্ঠশিল্পী চৈতালি মুখার্জি, ফারজানা রুবি মুক্তি প্রমুখ।